মৌলভীবাজারের কুলাউড়ায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্তঃনগর উপবন ট্রেন দুর্ঘটনায় যাত্রীদের মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে এক শ্রেণীর সুযোগ সন্ধানী মানুষ।
তারা দুর্ঘটনাস্থলে হাজির হয়ে যাত্রীদের মালামাল চুরি করা শুরু করে।
ইতোমধ্যে বেশ কয়েকজনকে মালামালসহ সন্দেহজনকভাবে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার রাত ১১টার দিকে কুলাউড়ার বরমচাল স্টেশনের পাশে বনশাইল নামক স্থানে সেতু ভেঙ্গে উপবন ট্রেনের কয়েকটি নদীতে ছিটকে পড়ে। এতে এখন পর্যন্ত তিনজনের লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। আর কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র চারজন নিহতের খবর পাওয়া গেছে।
উদ্ধার কাজে দমকল বাহিনীর ৬টি ইউনিট কাজ করছে।
আরও পড়ুন:
কুলাউড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: নিহত ২, আহত অন্তত ২৫০
কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ৩: ভিড় এবং ফেসবুক লাইভের কারণে উদ্ধার কাজ ব্যাহত