সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী আজ ৮ সেপ্টেম্বর শনিবার লন্ডন যাচ্ছেন। শনিবার সকাল ১০টায় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তিনি এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ার পর এটাই তাঁর প্রথম বিদেশ সফর।
লন্ডনে অধ্যয়নরত মেয়ে সাইকা তাবাসসুম চৌধুরীর কলেজের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে তাঁর এই সফর। এছাড়া তিনি নগর পরিকল্পনা বিশেষজ্ঞ ও সিটি কর্পোরেশনের অভ্যন্তরে বিনিয়োগে আগ্রহী প্রবাসীদের সঙ্গে বৈঠক করবেন। এই সফরকালে তিনি যুক্তরাজ্যের উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত সিটি পরিদর্শন করবেন।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী লন্ডনে অবস্থানকালে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে কয়েকটি মতবিনিময় সভা ও বৈঠক করবেন।
আরিফুল হক চৌধুরীর সফরসঙ্গী হিসেবে লন্ডন যাচ্ছেন তার স্ত্রী সামা হক চৌধুরী, ছেলে আসিফুল হক চৌধুরী, মেয়ে সাইকা তাবাসসুম চৌধুরী ও আফছা হক চৌধুরী।
আগামী ২২ সেপ্টেম্বর শনিবার তার দেশে ফেরার কথা রয়েছে।