হবিগঞ্জের মাধবপুরে ট্রেনের ধাক্কায় আল আমিন (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে ঢাকা-সিলেট রেলপথে এ ঘটনা ঘটে।
নিহত আল আমি চুনারুঘাট উপজেলার মহিমাউড়া গ্রামের মৃত বেনু মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানায়, উপজেলার শাহজীবাজার গ্যাস ফিল্ড এলাকা দিয়ে রেললাইন অতিক্রম করার সময় চট্টগ্রামগামী ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ মোঃ সাজিদুল হক।