রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় ‘নান্দুয়া’ ম্যাগাজিনের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় নান্দুয়া গ্রামের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও প্রাকৃতিক বৈচিত্র্য সংরক্ষণে প্রকাশিত ম্যাগাজিন ‘নান্দুয়া’-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

ব্যারিস্টার সালাহ উদ্দিন সুমন চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের নান্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘নান্দুয়া’ ম্যাগাজিনের সম্পাদক ব্যারিস্টার মো. সালাহ উদ্দিন সুমন।

ম্যাগাজিনের সম্পাদনা পর্ষদের উপদেষ্টা সমাজকর্মী তাজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট তবারক হোসেইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটস্থ টেগার সেন্টারের নির্বাহী প্রধান, লেখক ও অনুবাদক মিহিরকান্তি চৌধুরী, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন, ঢাকা দক্ষিণ গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুস সহিদ খান, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকবর আলী ও বর্তমান চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, শাহবাজপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল বাছিত।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ম্যাগাজিনের উপদেষ্টা মো. আব্দুস শাকুর, মো. মখলিছুর রহমান, নান্দুয়া সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো. আতিকুর রহমান, বুড়ারগুল সূর্য তরুণ সংস্থার সাধারণ সম্পাদক জুমন আহমদ, বুড়ারগুল সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জামিল আহমদ ও নান্দুয়া সমাজকল্যাণ সংস্থার সিনিয়র সহ সভাপতি হাফিজুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় ইতিহাস ও সংস্কৃতি সংরক্ষণে এ ধরনের ম্যাগাজিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ‘নান্দুয়া’ ম্যাগাজিন ভবিষ্যৎ প্রজন্মের জন্য এলাকার ঐতিহ্য তুলে ধরবে বলে অতিথিরা আশা ব্যক্ত করেন।