নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিলকিছ পারভীন।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে সম্প্রতি প্রকাশিত শ্রেষ্ঠ শিক্ষক, বিদ্যালয় ও প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিলকিছ পারভীন
পারভীন দীর্ঘদিন ধরে কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
এদিকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হওয়ায় শিক্ষক নেতৃবৃন্দসহ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হওয়ায় বিলকিছ পারভীন সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।