লাতু ডেস্ক:: যাত্রীদের দাবির প্রেক্ষিতে অবশেষে চালু হলো সিলেট-জকিগঞ্জ সড়কে বিআরটিসির বাস।
বৃহস্পতিবার সকালে নগরীর কদমতলি মোড়ে বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।
সকালে উদ্বোধন শেষে বিআরটিসি সিলেট ডিপোর ব্যবস্থাপক সোহেল রানা জানিয়েছেন, সিলেট থেকে জকিগঞ্জের ভাড়া ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা অন্যান্য বাসের তুলনায় কম। তিনি জানান, আজ থেকে দুটি বাস চলাচল করবে। জকিগঞ্জে যাওয়ার পথে সর্বোচ্চ পাঁচটি স্টপেজ থাকবে। বাড়তি যাত্রী বাসে পরিবহন করা হবে না।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ জানান, বিআরটিসি বাস চালুর দাবি ছিল অনেক আগের। জনগণের দাবির প্রেক্ষিতেই বিআরটিসির বাস চালু হয়েছে। এটা প্রধানমন্ত্রীর একটি উন্নয়নের ধারাবাহিকতা।
প্রসঙ্গত, ২০১৯ সালে জুনে সিলেট-সুনামগঞ্জ সড়কে এবং একই বছরের নভেম্বরে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। তিন বছরের মাথায় এবার সিলেট-জকিগঞ্জ সড়কে বাস সার্ভিস চালু হল।