নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডাকাতসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
জানা গেছে, শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ উপজেলার অলিপুরে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালায়। এসময় ডাকাত মো. সোহান মিয়াকে (২৫) গ্রেফতার করা হয়। তিনি উপজেলার নুরপুর ইউনিয়নের সুরাবই গ্রামের লাল খাঁর ছেলে।
একই সময় আরেকটি অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি শাহজাহান মিয়াকে (৩৪) গ্রেফতার করা হয়। তিনি উপজেলার নুরপুর গ্রামের মিনাজ মিয়ার ছেলে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতার কুখ্যাত ডাকাত সোহান মিয়ার বিরুদ্ধে ডাকাতি ও চুরির একাধিক মামলা রয়েছে।’