হবিগঞ্জের লাখাই উপজেলায় পাওনা ২৫০ টাকার জন্য আপন চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন ইব্রাহিম মিয়া (৩৫) নামে এক যুবক। এ ঘটনায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
বুধবার (১৩ মে) বিকেলে পুলিশ বিষয়টি জানায়। এর আগে, মঙ্গলবার রাতে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের ধর্মপুর গ্রামে খুনের ঘটনা ঘটে। মৃত ইব্রাহিম ওই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, চাচাতো ভাই জাকারিয়ার বোনের কাছে ইব্রাহিমের ২৫০ টাকা দেনা ছিল। এনিয়ে মঙ্গলবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জাকারিয়া ঘর থেকে ফিকল (দেশীয় অস্ত্র) ইব্রাহিমের বুকে আঘাত করলে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, ইতোপূর্বেও বিভিন্ন বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ ছিল। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি এবং ঘাতককে গ্রেফতারের চেষ্টা চলছে।