মৌলভীবাজারের কুলাউড়ায় আরও এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের বাসিন্দা। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই নারীর বাড়ি লকডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন।
বৃহস্পতিবার (৭ মে) এ তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
এ নিয়ে কুলাউড়ায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ালো ৮ জনে।
জানা যায়, কমিউনিটি ট্রান্সমিশনের শিকার এক গৃহবধূর (২৫) গলা ব্যথা থাকায় গত ৩০ এপ্রিল উপজেলা স্বাস্থ্য বিভাগে নমুনা দিয়ে যান। সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো নমুনা আজ বৃহস্পতিবার পরীক্ষার পর ওই নারীর শরীরে ধরা পড়ে করোনাভাইরাস।