মৌলভীবাজারের জুড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিোক উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া খেয়াঘাট বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় বাজার এলাকায় কোনো লোকজন ছিলেন না। পার্শ্ববর্তী বাড়ির লোকজন আগুনের শব্দ শুনে ঘুম থেকে উঠে হাল্লাচিৎকার শুরু করলে আশে পাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। ঘন্টাখানেক প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে করুনাময় দেবের হোটেল, হেলাল মিয়ার সবজি দোকান, মিছবাহ উদ্দিনের সাইকেল পার্সের দোকান ও উত্তম দেবের ফার্মের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, এ মার্কেটে বিদ্যুৎ সংযোগ নেই, হোটেলের চুলায়ও কোন আগুন ছিল না। ধারণা করা হচ্ছে শত্রুতাবশত কেউ আগুন লাগাতে পারে। আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা করছিলাম। প্রতি সপ্তাহে কিস্তি দিতে হয়। এখন সব হারিয়ে নি:স্ব হয়ে গেলাম।
কুলাউড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. বেলায়েত হোসেন জানান, খবর পেয়ে একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে যাবার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।