সুনামগঞ্জের জামালগঞ্জে তক্ষকসহ দুইজনকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ফেনারবাঁক ইউপির গজারিয়া বাজার থেকে তাদের আটক করে পুলিশে দেয় এলাকাবাসী।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউপির বড়গাঁও গ্রামের মোক্তার আলীর ছেলে মো. জুয়েল আহমদ ও গাজীপুরের গাছা থানার ছয়দানা গ্রামের আহাদ আলীর ছেলে মো. আবু তাহের।
স্থানীয়দের বরাত দিয়ে জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল আলম বলেন, জুয়েল ও তাহের গজারিয়া গ্রামের আব্দুর রহমানের ট্রলার ভাড়া করে মোহনগঞ্জ যাওয়ার উদ্দেশে রওনা দেন। ট্রলারে তেল না থাকায় ফের গজারিয়া বাজারে এসে ভাড়া চাইতে গেলে জুয়েল ও তাহেরের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে স্থানীয়রা জড়ো হলে একজন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। অন্যজনের হাতে থাকা ব্যাগে দু’টি তক্ষক দেখা যায়। পরে পার্শবর্তী নদীতে টহলরত নৌ-পুলিশকে জানালে তারা তক্ষকসহ দুইজনকে থানায় নিয়ে আসে।