হবিগঞ্জের বানিয়াচংয়ে যাত্রী সেজে চালকের হাত-পা বেঁধে একটি গাড়ি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় চালকের মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে যায়।
সোমবার রাতে উপজেলার শরীফ উদ্দিন রোডের চান্দেরভাঙ্গায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ইছমত মিয়া উপজেলার জামালপুর (চান্দপুর) গ্রামের নুর হোসেনের ছেলে।
চালক ইছমত মিয়া জানান, রাত ৮টায় চার যাত্রী নিয়ে সারং বাজার থেকে শরীফখানীর উদ্দেশ্যে রওনা দেয় ইছমত। গাড়িটি চান্দেরভাঙ্গায় পৌঁছালে যাত্রী সেজে বসা ছিনতাইকারীরা গাড়ি থামায়। এরপর চালকের হাত-পা বেঁধে মারধর শুরু করে তারা। এ সময় সঙ্গে থাকা মোবাইল ফোন ও টাকা নিয়ে যায়। পরে চিৎকার দিলে স্থানীয়রা ইছমতকে উদ্ধার করে।
বানিয়াচং থানার ওসি রঞ্জন কুমার সামন্ত জানান, বিষয়টি কেউ পুলিশকে অবগত করেনি। অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হবে।