হবিগঞ্জের মাধপুরে তানজিনা আক্তার নামে এক নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার নোয়াপাড়া ইটাকলা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তানজিনা আক্তার ব্রাহ্মণবাড়িয়ার হরষপুর এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। তিনি মাধপুর উপজেলার সায়হাম টেক্সটাইল ফ্যাক্টরির শ্রমিক।
মাধবপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, রাতে কাজ শেষে বাসায় আসেন তানজিনা। রোববার দুপুর হলেও তার কোনো সাড়াশব্দ পায়নি স্থানীয়রা। এ সময় স্থানীয়রা তার ঘরের দরজা ভাঙতেই দেখে মরদেহ ঝুলছে। পরে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করেছে।