জুড়ীতে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এছাড়া অভিযানে ৫ লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে জুড়ী থানার পুলিশ পৃথক তিনটি অভিযান পরিচালনা করে। এ সময় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেলার ফুলতলা ইউনিয়নের এলবিনটিলা গ্রামের মৃত হরি মুন্ডার পুত্র রনজিৎ মুন্ডা ও জিআর মামলার আসামি উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের মইজননগর গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র ফারুক মিয়াকে গ্রেফতার করা হয়।
এদিকে একই ইউনিয়নের ধামাই চা বাগান বাবুটিলার বাসিন্দা মৃত রমাকান্ত নায়েকের পুত্র বিমল নায়েকের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ৫ লিটার চোলাই মদ উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিমল পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার।