মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা না থাকা ও যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্সও না নেওয়ার অপরাধে মৌলভীবাজারে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫ শত টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
২০ আগস্ট মঙ্গলবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে শহরের পুরাতন হাসপাতাল রোডে অবস্থিত ব্লেস টাচকে ৩ হাজার টাকা এবং বেরীরচরে অবস্থিত রাহুল স্টোরকে ৫ শত টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে মো. আল-আমিন বলেন, শহরের মাছ বাজার, মাংসের দোকান এবং কাঁচা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদেরকে সতর্ক করে দেওয়া হয়।
অভিযানের সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোজ কুমার রায় ও সদর মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।