মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ভাল্লুকের আক্রমণে আব্দুল খান (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পুটিছড়া বাঁশ মহাল থেকে লাশ তাঁর লাশ উদ্ধার করেছে জুড়ী থানা পুলিশ।
নিহত আব্দুল খান উপজেলার উত্তর বড় ডহর গ্রামের তৈয়ব খানের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার পুটিছড়া বাঁশ মহালে কাঠ আনতে যান আব্দুল খান। কিন্তু রাতেও বাড়ি ফিরেননি তিনি। বিষয়টি জুড়ী থানা পুলিশকে অবহিত করেন পরিবারের লোকজন। পরে তাকে খোঁজতে গিয়ে রাতেই বনের মধ্যে তাঁর লাশ দেখতে পান। আজ সকালে পুলিশ আব্দুল খানের লাশ উদ্ধার করে জুড়ী থানায় নিয়ে আসে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত করমকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, বনবিভাগের লোকজন আব্দুল খানের মৃত্যু কালো ভাল্লুকের আক্রমণে হয়েছে বলে নিশ্চিত করেছেন। নিহতের ঠোঁট ও কান বন্যপ্রাণী খেয়ে ফেলেছে। লাশ ময়নাত দন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।