সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

যে ছয় মেসেজ দিলেন মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমদ (পিপিএম, বার) বলেছেন, ‘আমার প্রতিটা মুহূর্ত। প্রতিটা সেকেন্ড চেষ্টা করবো কীভাবে জেলার আইনশৃঙ্খলা রক্ষা করা যায়। পুলিশকে কীভাবে আরো জনবান্ধব করা যায়। আমি আমার ১৬ বছরের চাকরি জীবনে কখনও দুর্নীতির সঙ্গে আপস করি নাই। এখনও করবো না। এ ব্যাপারে আমি শতভাগ বিশুদ্ধ। আপনারা আপনাদের বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে দেখবেন। এটা আমি ওপেন চ্যালেঞ্জ করছি’।


মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সাতটি বিষয় তুলে ধরেন। এবং এই বিষয়গুলো নিয়ে যথেষ্ট গুরুত্বের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।

প্রথমত তিনি বলেন- আমার মৌলভীবাজার জেলা পুলিশের মাধ্যমে যাতে সাধারণ মানুষের কেউ হয়রানি না হয়। কথায় আছে না যে, কারো উপকার করতে না পারি অন্তত ক্ষতি যেন না করি। এই জেলায় পুলিশের মাধ্যমে কোনো হয়রানি হবেন না।

দ্বিতীয়ত- নারী ও শিশু নির্যাতন বন্ধের জন্য তিনি পদক্ষেপ নিবেন বলে আশ্বস্ত করেন। এ বিষয়টিকে অগ্রাধিকার দেবো।

তৃতীয়ত- তিনি বলেন, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সচেতন করতে আমরা কাজ করবো। অনেকেই আছে আইন জানে না। অনেকেই আছে না জেনে ভুল করে ফেলে। ছাত্র ও ছাত্রীদের যেসব আইন জানা প্রয়োজন আমরা তাদের সেই বিষয়ে অবহিত করবো।


চতুর্থত- পুলিশ সুপার বলেন, এই জেলা হচ্ছে প্রবাসী অধ্যুষিত। প্রবাসীদের নিরাপত্তা নিয়ে বিট পুলিশিং এর আওতায় আনা হবে। এটা বেগবান করা হবে। প্রয়োজনে পুলিশ প্রবাসীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেবে। পুলিশ যদি যুক্ত হয় তাহলে লোকজন নিজেকে শক্তিশালী মনে করবেন।

পঞ্চমত- ফারুক আহমদ বলেন, মাদক নিয়েও আমাদের যে চলমান কাজ আছে সেটাও বেগবান করবো। প্রধানমন্ত্রী জিরো টলারেন্স দিয়েছেন। আমরাও মাদকে কোনো প্রকার ছাড় দেবো না। কীভাবে ভালো করা যায় সেটা দেবো।

সর্বশেষ তিনি বলেন, মানুষ থানায় গিয়ে যদি সন্তুষ্ট হয় তাহলে আর এসপি’র কাছে আসে না। সব থানার ওসিদের নিয়ে বসেছি। একটা একটা করে আমার কাজ করবো। পরিবর্তনের চেষ্টা করবো। থানাগুলো আরো জনবান্ধব হবে।


পুলিশ সুপার বলেন, সাংবাদিকরা হচ্ছেন সাবানের মত, যা চোখে দিলে জ্বলে এবং গায়ে দিলে পরিষ্কার হয়। তাই আমি আপনাদের সার্বিক সহযোগিতা চাই। এ সময় নবাগত পুলিশ সুপারের উদ্দেশে সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা রক্ষায় নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আনোয়ারুল হক, বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আলম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম। বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক ও চ্যানেল আই প্রতিনিধি এমএ সালাম, মৌলভীবাজার প্রেস ক্লাব সভাপতি আবদুল হামিদ মাহবুব, সহ-সভাপতি সৈয়দ মহসীন পারভেজ, সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভি’র স্টাফ রিপোর্টার এসএম উমেদ আলী, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মুহিব, সাংবাদিক তমাল ফেরদৌস দুলাল, শাহ অলিদুর রহমান, বিকুল চক্রবর্তী, আহমেদ ফারুক মিল্লাদ, ইমাদ উদ দীন, পান্না দত্ত, মাহবুবুর রহমান রাহেল, হোসাইন আহমেদ, আহমেদ আফরোজ, আবদুর রব, শ ই সরকার জবলু, সাইফুল ইসলাম, আবদুল কাইয়ুম, এএস কাকন প্রমুখ।