মৌলভীবাজারের জুড়ীতে জলাশয়ে মাছ ধরতে গিয়ে সামাদ খা (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছেন আরো ২ জন। রোববার রাত ১১টায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামে ঘটনা ঘটে।
নিহত সামাদ খা উপজেলার য় হামিদপুর গ্রামের আনোয়ার খা’র পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জুড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যার পর হামিদপুর গ্রামের ৫/৬ জন লোক স্থানীয় উস্তার মাস্টারের বাড়ির নিকট জলাশয়ে মাছ ধরতে যায়। সেখানে পানিতে নেমে জাল পাতে। রাত সাড়ে ৯টায় পানিতে সৃষ্ট গ্যাস বা বিষক্রিয়ায় তিনজন আক্রান্ত হয়।
এ সময় হামিদপুর গ্রামের সিকন্দর আলীর পুত্র শাহীন আহমদ (১৯) ও রফিক মিয়ার পুত্র কাশেম মিয়া (৩৪) পারে উঠে অজ্ঞান হয়ে পড়ে। কিন্তু আনোয়ার খা’র পুত্র সামাদ খা (১৭) পানিতে ডুবে যায়। শাহীন কিছুক্ষণ পর স্বাভাবিক হলেও কাশেমকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
এদিকে স্থানীয়রা প্রায় দেড় ঘন্টা প্রচেষ্টার পর রাত ১১টার দিকে পানি থেকে সামাদের লাশ উদ্ধার করা হয়।
খবর পেয়ে জুড়ী থানার পুলিশ ও কুলাউড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে।