বাংলাদেশ স্কাউটস কর্তৃক জুড়ী উপজেলাকে স্কাউট উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।
রোববার দুপুরে বাংলাদেশ স্কাউটসের পরিচালক (সংগঠন) মো. শামসুল হক এ ঘোষণা দেন।
বাংলাদেশ স্কাউটস জুড়ী উপজেলা কমিশনার রিংকু রঞ্জন দাস জানান, জুড়ী উপজেলায় শতভাগ স্কাউটস রয়েছে এবং এর মানও ভাল। অন্যান্য সব দিক বিবেচনায় বাংলাদেশ স্কাউটস এ ঘোষণা দেয়। পঁচিশ হাজার টাকা মূল্যমানের প্রাইজবন্ড অনুদান করা হয়। এ প্রাপ্তির মধ্যে দিয়ে জুড়ীতে স্কাউটস আন্দোলন আরো জোরদার হবে।
বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের কমিশনার মুবিন আহমেদ জায়গীরদার বলেন, জুড়ীকে সিলেট অঞ্চলের প্রথম স্কাউট উপজেলা হিসেবে ঘোষণা করায় আমরা গর্বিত।