জীর্ণ-পুরাতনকে পিছনে ফেলে, নতুনের কেতন উড়িয়ে, দুর্নীতিমুক্ত, সুখী-সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে জুড়ীতে পালিত হল পহেলা বৈশাখ।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যাপক কর্মসূচী পালন করে।
রোববার সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশাল র্যালি বের হয়। উক্ত র্যালিতে প্রশাসনের পাশাপাশি ঢাক-ঢোল, বাদ্য বাজিয়ে নানান সাজে সজ্জিত হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্থরের লোকজন অংশ গ্রহন করে।
র্যালিতে অংশ গ্রহণকারীরা তাঁদের নিজস্ব ধারণায় আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতির চিত্র ফুটিয়ে তুলে। র্যালিটি শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনের বিভিন্নস্থরের কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রেসক্লাব, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন।