উপজেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীক ১০নং সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আবুল কাশেম চৌধুরী জয়লাভ করেছেন।
আবুল কাশেম চৌধুরী ৬০ হাজার ৩১ ভোট পেয়ে নৌকা প্রতীকে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদন্দ্বী ইকবাল হোসেন খান পেয়েছেন ৪৩ হাজার ১৯২ ভোট।
রোববার (১০ মার্চ) সন্ধ্যায় স্থানীয় সূত্রে এ তথ্য পাওয়া যায়।