হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে ব্যালট বাক্স ছিনতাইর চেষ্টাকালে সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। সংঘর্ষে গুরুতর আহত এক পুলিশ সদস্যকে হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠানো হয়েছে।
রবিবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে বানিয়াচং উপজেলার শাহপুর সরকারি প্রাথমি বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যের নাম জামাল আহমদ।
শাহ্পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জাহির আলম জানান- সকালে একদল যুবক কেন্দ্রে হামলা চালায়। এসময় তারা প্রিসাইডিং অফিসারসহ অন্যান্য নির্বাচনী কর্মকর্তাদের তালাবদ্ধ করে ব্যালট বাক্স ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
এমতাবস্থায় পুলিশ প্রতিরোধ করলে তাদের সাথে সংঘর্ষ বাধে। সংঘর্ষে এক পুলিশ সদস্য গুরুতর আহত হন। তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
সংঘর্ষ ও ব্যালট বাক্স ছিনিয়ে নেয়ার চেষ্টার ঘটনায় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে বলে জানান প্রিসাইডিং অফিসার।
এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ অন্তত ৫ জন আহত হন। এ ঘটনার পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।