মৌলভীবাজারের বড়লেখা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সিরাজ উদ্দিন। সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড থেকে নির্বাচিত এই ইউপি সদস্য চেয়ারম্যান প্যানেলের সদস্য ছিলেন।
গত ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় পরিষদের পুরুষ ও নারী ইউপি সদস্য ছাড়াও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সদর ইউনিয়নের চেয়ারম্যান সোয়েব আহমদ পদত্যাগ করেন। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য তিনি এই পদ ছাড়েন।