বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

শ্রীমঙ্গলে বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন মৌলভীবাজারের চিফ জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালত। সোমবার দুপুরে মৌলভীবাজারের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান চৌধুরীর আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাদের জামিন নামুঞ্জর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

জেল হাজতে প্রেরণকৃতরা হলেন- শ্রীমঙ্গল পৌর বিএনপির সভাপতি মোছাব্বির আলী মুন্না, উপজেলা ছাত্রদলের আহবায়ক নিয়ামুল হক তরফদার, পৌর ছাত্রদলের আহবায়ক আব্দুল জব্বার আজাদ, কলেজ ছাত্রদলের আহবায়ক সায়েদ আহমদ, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন, সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোলেমান আহমদ মানিক, যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আজির উদ্দিন, বিএনপি কর্মী আজিজুর রহমান ও রাসেল আহমদ।

আসামী পক্ষের আইনজীবি এডভোকেট গজনবী সিদ্দিকি জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনপূর্ব বিটিআরআই এলাকায় আওয়ামী লীগের প্রচার গাড়ী ভাংচুর ও মারামারির ঘটনায় শ্রীমঙ্গল থানায় দায়েরকৃত একটি মামলায় হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের আগাম জামিন নিয়ে সোমবার মৌলভীবাজারের চিফ জুডিসিয়্যাল আদালতে স্থায়ী জামিন প্রার্থনা করলে বিচারক আসামিদের জামিন নামুঞ্জর করে সবাইকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত রোববার বিএনপি নেতাকর্মীরা জেলা চিফ জুডিশিয়াল কোর্টে জামিন চাইলে আদালত তাদেরকে জামিন নামঞ্জুর করে আদালতে পাঠান। পরবর্তীতে আসামিদের আইনজীবি হাইকোর্টের আগাম জামিনের কাগজ আদালতে উপস্থাপন করলে এবং তাদের জামিনের মেয়াদ রোববার রাত ১২টা পর্যন্ত থাকায় বিচারক আসামিদের বিকেলে ছেড়ে দেন।

তবে রোববার রাত ১২টার পর তাদের জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সোমবার স্থায়ী জামিনের জন্য আটককৃত সবাই পুনরায় আদালতে হাজির হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।