দশম জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় একাদশ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে ভোটার যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা। আর এসব ভোটকেন্দ্র ও ভোটকক্ষ নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানিয়েছে স্থানীয় নির্বাচন অফিস। অন্যদিকে, মোট ১৯১টি ভোটকেন্দ্রের মধ্যে ১৮২টি কেন্দ্রই ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়া সার্বিক নিরাপত্তায় দুই উপজেলাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।
উপজেলা নির্বাচন অফিসসূত্রে জানা যায়, সিলেট-৬ আসনের গোলাপগঞ্জ উপজেলায় ১০২টি ভোটকেন্দ্রে মধ্যে ভোট কক্ষ রয়েছে ৪৬৬টি এবং ৮৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৮০১টি ভোট কক্ষ রয়েছে এ আসনে মোট ভোটার ২ লাখ ৯৩ হাজার ১১৫ জন। এর মধ্যে গোলাপগঞ্জ উপজেলায় ২ লাখ ২২ হাজার ৫’শ জন ভোটার এবং বিয়ানীবাজার উপজেলায় ১ লাখ ৭০ হাজার ৬’শ ১৫ জন ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
সংশ্নিষ্টরা জানিয়েছেন, গুরুত্ব বিবেচনা করে দুই উপজেলার নির্বাচনে কেন্দ্রগুলোতে নিরাপত্তার ছক কষা হয়েছে। পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা কেন্দ্রে মূল দায়িত্ব পালন করবেন। এর বাইরে মাঠে থাকবে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।
বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমান ও মামুনুর রহমান জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদারে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সব কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে।