গোলাপগঞ্জে নাশকতার মামলায় পৌর যুবদলের এক নেতাসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৩ ডিসেম্বর রোববার পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির (৩৪), বাদেপাশা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম রিজু (৪০) এবং শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা তাজুল ইসলাম (৩৮)।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে কুশিয়ারা পুলিশ ফাঁড়ির সহায়তায় গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হেতিমগঞ্জ বাজার থেকে রেজাউল করিম রিজুকে এবং বিকেলে শরীফগঞ্জের খাটকাই থেকে তাজুল ইসলাম গ্রেফতার করে।
অন্যদিকে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ গোলাপগঞ্জ চৌমুহনী থেকে আব্দুল কাদিরকে গ্রেফতার করে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৪ সালের নাশকতার মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।