দুই বছরেরও বেশি সময় আগে নিউইয়র্কের জ্যামাইকা হিলে ছুরিকাঘাতে নাজমা খানম (৬০) নামে এক বাংলাদেশিকে হত্যার ঘটনায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে নিউ ইয়র্কের একটি আদালত।
২০১৬ সালের ২ সেপ্টেম্বর নাজমা নিহত হওয়ার কয়েকদিন পরই গ্রেফতার হয়েছিলেন দণ্ডপ্রাপ্ত ইয়োনতান গ্যালভেজ-মেরিন। ইয়োনতানকে ২৫ বছর কারাগারে থাকতে হবে।
১১ ডিসেম্বর কুইন্স সুপ্রিম কোর্টের জজ মাইকেল বি এলোইস এ রায় দেন বলে জানিয়েছেন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড এ ব্রাউন।
১৯৭২ সালে শরীয়তপুর সরকারি কলেজের প্রভাষক শামসুল আলম খানের সঙ্গে বিয়ে হয় নামজা খানমের। এই দম্পতির দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে নাজমুল আলম খান লিটু ও মেয়ে তৃণা খানম ঢাকায় থাকেন। ছোট ছেলে শুভকে নিয়ে ২০০৮ সাল থেকে আমেরিকায় বাস করছিলেন নাজমা ও তার স্বামী।