একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী চূড়ান্ত হয়েছে। চূড়ান্ত তালিকা অনুযায়ী আওয়ামী লীগ ২৪০, জাপা-৪০, যুক্তফ্রন্ট-৩ (বিকল্পধারা), ওয়ার্কার্স পার্টি-৫, জাসদ (ইনু)-৩, জাসদ (আম্বিয়া)-১, তরিকত ফেডারেশন-২, এবং জেপি-২ আসন পেয়েছে।
২৫৬টি আসনে নৌকা প্রতীকে লড়ছেন আওয়ামী লীগ ও তার জোটসঙ্গী দলের নেতারা। বাকি আসনগুলো পাচ্ছে জাতীয় পার্টি। এসব আসনে জাতীয় পার্টির প্রার্থীরা লাঙ্গল প্রতীকে লড়বেন।
তবে দুই চারটি আসনে এদিক সেদিক হতে পারে এবং সেটা আগামী ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের মধ্যেই করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মহাজোট থেকে সুনামগঞ্জ জেলার চূড়ান্ত প্রার্থীরা হলেন-
সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা ও মধ্যনগর) মোয়াজ্জেম হোসেন রতন (আওয়ামী লীগ)।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জয়া সেনগুপ্ত (আওয়ামী লীগ)।
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে এম এ মান্নান (আওয়ামী লীগ)।
সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনে পীর ফজলুর রহমান (জাতীয় পার্টি)
সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে মুহিবুর রহমান মানিক (আওয়ামী লীগ)।
প্রসঙ্গত, পুনঃতফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়ার পর থেকে প্রার্থী ও তার সমর্থকরা নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা চালাতে পারবেন।