সিলেটের গোলাপগঞ্জে হেল্পিং হ্যান্ডস কমিউনিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় উপজেলার লক্ষণাবন্দের ক্লাব পয়েন্টে বিশিষ্ট মুরব্বি কামাল আহমদের সভাপতিত্বে ও সংগঠনের উপদেষ্টা জয়নাল আবেদিনের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী অজি মোহাম্মদ কাওছার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক ক্বারি তুফায়েল আহমদ, কামরুজ্জামান দারা, খাদিমুল ইসলাম একাডেমীর শিক্ষক হাফিজ শিব্বির আহমদ, হেল্পিং হ্যান্ডস কমিউনিটির সভাপতি আতিফ হাসান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ বাবুল আহমদ, ছাত্রলীগ নেতা তারন আহমদ, বিশিষ্ট মুরব্বি সুলেমান আহমদ, দিলওয়ার হোসেন, হেল্পিং হ্যান্ডস কমিউনিটির প্রচার সম্পাদক মোহাম্মদ শাকিল আহমদ, সদস্য আজাদ আহমদ, মাহবুব আলম, গোলাম আফজাল নাদির প্রমুখ।