একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে জাতীয় পার্টির দলীয় প্রার্থী সেলিম উদ্দিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার আপিলের শুনানি শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন।
গত ২ ডিসেম্বর হলফনামায় স্বাক্ষর না থাকায় সেলিম উদ্দিনের মনোনয়ন বাতিল ঘোষণা করেন সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এম কাজী এমদাদুল ইসলাম।
রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে তিনি আপিল করেছিলেন।
প্রার্থীতা ফিরে পেয়ে সেলিম উদ্দিন এমপি বলেন, ‘সিলেট-৫ ও ৬ আসনে আমি দলীয় মনোনয়ন পেয়েছিলাম। তবে সকলের পরামর্শ অনুযায়ী সিলেট-৫ আসন থেকে মহাজোটের প্রার্থী হয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। সিলেট-৬ আসনের নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়িয়েছি।’
সিলেট-৫ আসনে সেলি মউদ্দিন প্রার্থিতা ফিরে পাওয়ায় মহাজোটের চূড়ান্ত প্রার্থী কে হচ্ছেন তা নতুন হিসেবে নিকেশ শুরু হয়েছে। এ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সাবেক এমপি হাফিজ আহমদ মজুমদার ভোটের মাঠে রয়েছেন। এদিকে সিলেট-৫ আসনে মহাজোটের প্রার্থী হয়ে নির্বাচন করার ঘোষণা দেয়ায় সেলিম উদ্দিনকে নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছে আওয়ামী লীগ।