সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ক্রেতা সেজে অভিনব কৌশলে ২৫ হাজার টাকা নিয়ে উধাও হয়েছে এক প্রতারক। রোববার বিকেলে গোলাপগঞ্জ চৌমুহনীতে একটি মাংসের দোকানে এ ঘটনা ঘটে। সিসি ফুটেজে প্রতারকের ছবি ধরা পড়েছে।
মাংসের দোকানের মালিক সুমন আহমদ জানান, রোববার বিকেলে একজন ক্রেতা মাংস কিনতে আসেন। তার জন্য ৯০ কেজি মাংস পরিমাপ করতে বলেন। এ সময় আমার পাশের তরকারী বিক্রেতাকেও ১৩ হাজার টাকার তরকারী ব্যাগে ভরে রাখতে বলেন। আমার প্রতি বিশ্বাস স্থাপনে এই ক্রেতা আমাকে সাথে নিয়ে নিকটস্থ রাজমহলে গিয়ে ৩০ কেজি দই ও ৩০ কেজি মিষ্টির অর্ডার দেয়। পরে টাকা তুলে দেওয়ার কথা বলে আমার কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা নিয়ে সুযোগ বুঝে পালিয়ে যায়। রাজমহলের সিসি ফুটেজে প্রতারকের ছবি ধরা পড়েছে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানাকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেক বলেন, ঘটনার পর আমরা মাংসের দোকান পরিদর্শন করেছি। প্রতারক অভিনব কৌশলে টাকা নিয়ে পালিয়েছে।