রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

ফের পেছাল কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ
ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট



বিজ্ঞাপন

সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আবারও পিছিয়েছে। আগামী ৭ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত । বৃহস্পতিবার সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজাউল করিম মামলার পাঁচ আসামি আদালতে হাজির না হওয়ায় সাক্ষ্যগ্রহণের নতুন এই তারিখ নির্ধারণ করেন।

ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর জানান, কিবরিয়া হত্যা মামলার আসামি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী এবং হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র জি কে গউছসহ ৯ আসামি বৃহস্পতিবার আদালতে হাজির ছিলেন। তবে কারান্তরীণ আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লূৎফুজ্জামান বাবর এবং জামিনে থাকা আসামি বিএনপি নেতা আবদুল কাইয়ূম, জয়নাল আবেদীন ও মুমিনুল ইসলাম আদালতে অনুপস্থিত ছিলেন।

তিনি আরও জানান, ৫ আসামি আদালতে হাজির না হওয়ায় বিচারক সাক্ষ্যগ্রহণ না করে নতুন তারিখ ধার্য করেন। আলোচিত এই মামলার ১৭১ জন সাক্ষীর মধ্যে ৪৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৫ সালে হবিগঞ্জের বৈদ্যের বাজার এলাকায় আওয়ামী লীগের জনসভা শেষে বেরিয়ে যাওয়ার সময় গ্রেনেড হামলায় আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়াসহ পাঁচজন নিহত হন।