হবিগঞ্জের লাখাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় আশিক চৌধুরী (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাটিয়ারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক উপজেলার কাটিয়ারা গ্রামের মিলন চৌধুরীর পুত্র এবং ঢাকা কমার্স কলেজের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, আশিক দুইদিন আগে কলেজ থেকে ছুটি নিয়ে নিয়ে তার বাড়িতে বেড়াতে আসে। রাতে তার গ্রাম কাটিয়ারা থেকে মোটরসাইকেলে করে বামৈ বাজারের দিকে যাচ্ছিলেন তিনি। পথে একটি দ্রুতগামী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান।