মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় তক্ষক বিক্রিকে কেন্দ্র করে সিলেটের দক্ষিণ সুরমার বাসিন্দা নাজির আহমদ নামে এক যুবককে মারধর ও মূল্যবান জিনিসপত্র লুট করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলার কর্মধা ইউনিয়নের রাঙ্গিছড়া ফাঁড়ি চা-বাগানের বাসিন্দা যীশু পিরেগু (৪০), বাবনিয়ার রকিব আলী (৩৫) ও ছালিক মিয়া (৩৫) এবং লস্ক্রপুরের রাহেল আহমদ (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব পরিচয়ের সূত্র ধরে তক্ষক বিক্রির জন্য প্রস্তাব দিলে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার যুবক নাজির আহমদের ১৮ নভেম্বর বিকেলে তিন বন্ধুকে নিয়ে উপজেলার রাঙ্গিছড়া ফাঁড়ি চা বাগানে যান। তক্ষক দেখানোর আগে বিক্রেতারা নাজিরের কাছে কেমন টাকা আছে জানতে চান। জবাবে তিনি প্রাণীটি দেখার পর দরদাম নির্ধারণ করে টাকা নিয়ে আসবেন বলে জানান।
এতে ক্ষিপ্ত হয়ে বিক্রেতারা তাদের আটকে রেখে মারধর করেন। তাদের কাছে থাকা টাকা ও চারটি মোবাইল ফোন কেড়ে নেন। ঘটনাস্থল থেকে ফিরে রাতে এ বিষয়ে কুলাউড়া থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেন নাজির। ২০ নভেম্বর মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে চারজনকে আটক করে পুলিশ।
আটককৃতদের আদালতের মাধ্যমে তাদেরকে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম মুসা।
কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সানা উল্লাহ বলেন, আটককৃতরা তক্ষককে মূল্যবান প্রাণী হিসেবে উল্লেখ করেন। এটি চড়া দামে বিক্রি হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তাদের কাছে একটি তক্ষক ছিলো। কিন্তু পরে সেটা ছেড়ে দেওয়া হয়েছে বলে আটককৃতরা দাবি করেছেন।