শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বন্ধুর স্বামীর ফেসবুক স্ট্যাটাসে চাঞ্চল্যকর তথ্য: লন্ডনে গলায় ওড়না পেছিয়ে হত্যা করা হয় দু’সন্তানের মাকে
বিশেষ প্রতিবেদক

বিশেষ প্রতিবেদক



বিজ্ঞাপন

পূর্ব লন্ডনের বঙ্গবন্ধু প্রাইমারী স্কুলের মিডডে মিল সুপারভাইজার দু’সন্তানের মা নাজিয়া আলী হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। নাজিয়া আলীর এক বান্ধবীর স্বামী তাঁর ফেইসবুক স্ট্যাটাসে ‘কীভাবে হত্যা করা হয়’ তার করুণ বর্ণনা তুলে ধরেছেন। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যার ঘটনায় মোহাম্মদ আনহার আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

নাজিয়া আলীর বান্ধবীর স্বামী তার ফেইসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন, নাজিয়া আলী এবং মোহাম্মদ আনহার আলী স্বামী-স্ত্রী ছিলেন। তাদের ২ ও ৫ বছর বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে। বিয়ে ভেঙ্গে যাবার পর তারা আলাদা বসবাস করেন। টাওয়ার হ্যামলেটসের একটি ঘরে দুই কন্যা সঙ্গে নিয়ে বসবাস করতেন নাজিয়া আলী।

ঘটনার দিন সকালে কোমলমতি দুই শিশু ঘুমে ছিল। এ সময় কপি করা চাবি দিয়ে ঘরে প্রবেশ করেন আনহার আলী। আনহার আলী এখনো লিভ-টু-রিমেইন পাননি। ঘরে প্রবেশ করে তিনি লিভ টু রিমেইনের আবেদনের জন্যে সাবেক স্ত্রীকে চাপ দিতে থাকেন। নাজিয়া আলী তাতে অস্বীকৃতি জানানো পর কথা কাটাকাটির একপর্যায়ে তার গলায় ওড়না পেছিয়ে তাকে হত্যা করেন আনহার আলী। এরপর নিজেই পুলিশ ডেকে আত্মসমপর্ণ করেন বলে নাজিয়া আলীর বান্ধবীর স্বামীর ফেইসবুক স্ট্যাটাসে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় তারা সবাই মর্মাহত বলেও উল্লেখ করেন তিনি। নাজিয়া আলী সদাহাস্যেজ্জল এবং বন্ধুবৎসল ছিলেন বলেও ফেইসবুকে উল্লেখ করেন তার বান্ধবীর স্বামী।

উল্লেখ্য, গত ২২ অক্টোবর সোমবার ভোররাতে টাওয়ার হ্যামলেটসের ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন এলসমেরি রোডের একটি ঘর থেকে পুলিশ নাজিয়া আলীর লাশ উদ্ধার করে। খুনের ঘটনায় জড়িত সন্দেহে ওইদিনই বার্কিংয়ের ব্লেইক এভিনিউয়ে বসবাসকারী মোহাম্মদ আনহার আলীকে (৩২) পুলিশ আটক করে। আটক আনহার আলীকে ২৩ অক্টোবর মঙ্গলবার সকালে টেমস ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হলে আদালত তাকে হত্যার ঘটনায় অভিযুক্ত করেন। এই হত্যাকাণ্ডে আর কাউকে সন্দেহ করা হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।