বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরে হুসেন আহমদ নামের এক ওয়ারেন্টভূক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ২৮ অক্টোবর রোববার রাত ২টার দিকে উপজেলার শাহবাজপুরের ছাতারখাই গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হুসেন আহমদ উপজেলার উত্তর শাহবাজপুরের ছাতার খাই গ্রামের মৃত ইসলাম উদ্দিনের পুত্র।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে উত্তর শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মো. মাসুদুল হক শাহবাজপুরডটকম’কে বলেন, গ্রেফতারকৃত হুসেন আহমদ জি/আর মামলার ওয়ারেন্টভূক্ত আসামি। গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।