
বৃক্ষের ছায়ায় নদীর কূলে,
সকালের সূর্যে বিপ্লবের সুরে,
শহীদের রক্তের অক্ষরে লিখিত দেশ,
বিজয়ের কেতন স্বাধীন বাংলাদেশ।
পাহাড়ি সুরে বাঁধা নদীর গান,
সবুজে ঘেরা হৃদয়ে প্রাণ।
অলস সন্ধ্যায় চাঁদের আলো,
নদীর বুকে ঢেউয়ের খেলা।
চিরসবুজ প্রান্তরের সীমানা,
পাহাড়ের গায়ে অরুণোদয়ের আভা।
গ্রামের শান্তি, শহরের উচ্ছ্বাস—
যার মাটির গন্ধে লেগে আছে স্বাধীনতার ইতিহাস।
লেখক : তাকিয়্যা তাসকিন জয়া, শিক্ষার্থী, দশম শ্রেণী, বিজ্ঞান বিভাগ।
রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল, বড়লেখা, মৌলভীবাজার।



