রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

উসমান হাদী



বিজ্ঞাপন

জাবের আহমদ::

চির বিদায় হে বীর,
তোমায় কবু দেখিনি, করতে নত শির।
আজ আকাশ হয়ে ভারী, নীরবে করে বর্ষণ,
তোমার আগে এমন করে, ক-জন করেছে অর্জন!
দায়িত্ব পালন করেছো তুমি, ত্যাগ করেছো প্রাণ,
ন্যায় নীতি প্রতিষ্ঠায় চেষ্টা ছিলো আপ্রাণ।
তোমার পদচিহ্নে যেন অমর এক ইতিহাস,
তোমার নীরবতাই এ প্রজন্মের দীর্ঘশ্বাস।
তোমার অগণিত স্মৃতি সাহসের কথা,
আগামী প্রজন্ম মনে রাখবে, যাবেনা কবু বৃথা।
ইনসাফের পক্ষে হুংকার তুলে, হারিয়ে গেলে তুমি!
চিৎকার করে বাতাস কাঁদে, কাঁদে এই ভূমি।
দিয়েছো তুমি মাথা উঁচু করে বাঁচার মতো শিক্ষা,
চলতে হবে বীরের মতো, করে নয় কবু ভিক্ষা।
তুমি জাগিয়েছ স্বপ্ন, দেখিয়েছো বাঁচার আশা,
তোমার জন্য হৃদয়ে জমা সীমাহীন ভালোবাসা।
তুমি ইতিহাস, তুমি বীর, তুমিই মহান নেতা,
এ প্রজন্ম খুঁজলেই কি আর পাবে সেথা?
তোমার শূন্যতা অপূরণীয়,
এ প্রজন্ম ভেবে নিক, কি তাঁদের করণীয়।
তোমার এ ত্যাগের মূল্য কিভাবে দেবে জাতি,
চলে গেলে তুমি বীরের মতো, নিয়ে শহীদি খ্যাতি।