নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখার পাখিয়ালা ফ্রেন্ডস সার্কেলের উদ্যোগে তিন দিনব্যাপী মোবাইল এন্ড মোবাইল ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) রাতে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা মোহাম্মদ তাজ উদ্দিন (বলাই মিয়া)। খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবু সাঈদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মুহাম্মদ কামাল উদ্দিন।
তিনি বলেন, একটি সুস্থ সমাজ গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেখাপড়ার সঙ্গে খেলাধুলা থাকলে তরুণ প্রজন্ম শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হয়ে ওঠে এবং নেতৃত্বগুণ বিকশিত হয়। তিনি বলেন, বর্তমান সময়ে যুব সমাজকে মাদকসহ সব ধরনের অনৈতিক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তিনি পাখিয়ালা ফ্রেন্ডস সার্কেলের কার্যক্রমের প্রশংসা করে বলেন, ক্রীড়ার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে এ ধরনের সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভবিষ্যতে এলাকার মানুষের স্বাস্থ্যসেবার জন্য নিয়মিত মেডিক্যাল ক্যাম্প স্থাপন, যুবকদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে বনভোজনসহ নানা সামাজিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি। এসব কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারেক আহমদ, প্রথম পুরস্কার দাতা মো. আব্দুর রুপ সুহেল, দ্বিতীয় পুরস্কার দাতা জাফর আহমদ, তাওহীদ সারওয়ার মান্না ও রুহেল আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন আবুল কালাম লুলাই, মুমিন মিয়া, আব্দুল মনাফ, রাশেদ আহমেদ, তপু মিয়া, রাবিন হোসেন, রাজ, মেরাজ, রাজিদ আহমদ প্রমুখ।
ফাইনাল খেলায় শিপলু ও এপলু জোট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হন জনি ও রাশেদ জোট। বিজয়ীদের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি স্মার্টফোন তুলে দেন মো. আব্দুর রুপ সুহেল এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি বাটন ফোন প্রদান করেন জাফর আহমদ।






