রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৫ কিশোর গ্রেপ্তার



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় পাঁচ কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পক্ষে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করার ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র জানায়, শুক্রবার রাতে উত্তর শাহবাজপুর এলাকায় কয়েকজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে স্লোগান দিতে দিতে মিছিল বের করে। বিষয়টি জানার পর পুলিশ অভিযান চালিয়ে পাঁচ কিশোরকে আটক করে। পরে শাহবাজপুর পুলিশ ফাঁড়ির এস আই আমিনুল ইসলাম বাদি হয়ে সন্ত্রাসী বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা করেন। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার হওয়া কিশোররা হলেন, পূর্ব দৌলতপুর গ্রামের সেলিম উদ্দিনের ছেলে সজিব আহমদ, সুনাম উদ্দিনের ছেলে জুবায়ের আহমদ, বড়ময়দান গ্রামের সেলিম উদ্দিনের ছেলে জাহিদ আহমদ, বাদেপুকুরিয়া গ্রামের মৃত জলিল উদ্দিনের ছেলে সাইদুল আহমদ ওরফে শাম উল্লাহ ওরফে সায়মন এবং আব্দুর রহিমের ছেলে জাহিদ হাসান।

এলাকাবাসী ও গ্রেপ্তার কিশোরদের অভিভাবকদের দাবি, খেলাধুলা শেষে মজাচ্ছলে কয়েকজন কিশোর নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে স্লোগান দেয়। বিষয়টি জানতে পেরে পুলিশ তাদের গ্রেপ্তার করে। অভিভাবকদের অভিযোগ, গ্রেপ্তার হওয়া সবাই কিশোর হলেও মামলায় তাদের প্রাপ্তবয়স্ক হিসেবে দেখানো হয়েছে।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, শুক্রবার রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে মিছিল করার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।