নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে বুধবার র্যালি, আলোচনা সভা ও পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ৩০টি প্রাণিসম্পদ প্রদর্শনী স্টল খোলা হয়েছে।
পৌরপ্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়ার সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের সিইএ আতিকুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও গালিব চৌধুরী। স্বগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রেদুয়ানুল হক।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সহসভাপতি খলিলুর রহমান, সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা ডেইরি মালিক এসোসিয়েশনের সভাপতি খামারি আব্দুর রহিম মো. ইমতিয়াজ চৌধুরী, সহসভাপতি আব্দুল জব্বার প্রমুখ।
এদিকে সমাপনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারিদের মধ্যে মোট ৭ টি ক্যাটাগরিতে ১৭ টি পুরস্কার (সার্টিফিকেট ও নগদ অর্থ) প্রদান করা হয়। গাভী ক্যাটাগরি ৩টি, মোটাতাজা ৩টি, ছাগল/ভেড়া ৩টি, হাঁস-মুরগিতে ৩টি, শৌখিন প্রাণি/পাখিতে ৩টি, প্রযুক্তিতে ১টি ও একটি বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে।





