নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম বলেছেন, জুলাই স্বাধীনতার পর এদেশের মানুষ নতুন করে পরিবর্তনের স্লোগান তুলেছে। আর সেই স্লোগান হচ্ছে সবাই দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন একটি বাংলাদেশ চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর দ্বীন কায়েম করার মধ্য দিয়ে বৈষম্যহীন ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে চায়। এজন্য সবাইকে পরিকল্পিতভাবে কাজ করতে হবে।
তিনি বুধবার সন্ধ্যায় বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে সায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন। জনসভায় বিভিন্ন শ্রেণির পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
এতে ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা বদরুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মো. ছাইদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, বড়লেখা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফয়সল আহমেদ, উত্তর শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকবর আলী, সিলেট মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ ও ছাত্রশিবির মৌলভীবাজার জেলা সভাপতি ফরিদ উদ্দীন।
এসময় উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল বাসিত, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, কর্ম ও শুরা সদস্য মাওলানা মুজাহিদুল ইসলাম, মোহাম্মদ আবু তাহের, অধ্যাপক আব্দুল মোহাইমিন, মোহাম্মদ কামাল হোসেন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কাওছার হামিদ সুন্নাহ, সহ সেক্রেটারি আহমদ হোসাইন মোল্লা, আনোয়ার হোসাইন, আব্দুল মালিক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা এমদাদুর রহমান, গোলাম কিবরিয়া, ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি মনোওয়ার হোসাইন ও জাহাঙ্গীর হুমায়ুন মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।




