নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি হাওরে অবৈধভাবে মাছ শিকারের দায়ে দুই ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ইসলামপুর গ্রামের জাহাঙ্গীর আলম (৪৫) ও জাকির হোসেন (৪০)।
আদালত সূত্র জানায়, হাকালুকি হাওরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ শিকারের সময় জাহাঙ্গীর ও জাকিরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় পৃথক দুটি মামলায় তাদের দুজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।