নিজস্ব প্রতিবেদক:: জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ও তাঁদের রুহের মাগফিরাত কামনায় মৌলভীবাজারের বড়লেখা পৌর ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ৮০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বড়লেখা পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফ্রান্সপ্রবাসী ফয়েজ আহমদ ও সাবেক পৌর আহ্বায়ক জাবের আহমদ তারেকের সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে পৌরশহরের জেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. শাহরিয়ার ফাহিম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল হক।
পৌর ছাত্রদলের সদস্য সচিব রাসেল আহমদ এবং কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনসুর আহমদ প্রিন্সের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান পরিষদের সভাপতি সাইফুল আলম রাসেল, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সামসুল হাসান, কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাহেদুজ্জামান রাফসান, ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক গৌছ উদ্দিন, ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি জাবের আহমদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিক ওয়াহিদ, ছাত্রনেতা তারেক আহমদ, হিমেল আহমদ ও আফজল আহমদ।
এছাড়া আরো বক্তব্য দেন মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ছাত্রদল সভাপতি সাইদুর রহমান সামিদ, সদর ইউনিয়ন ছাত্রদলের নেতা আয়নুল, সংবর্ধিত শিক্ষার্থী হোসাইন মুহতাসিম মুন ও লাইসিয়াম স্কুলের শিক্ষার্থী মিফতাহ উল আশরাফ।