মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় ‘চোরাই’ সন্দেহে ১১টি মহিষ আটক, এলাকায় উত্তেজনার পর ছেড়ে দিল বিজিবি



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের ইটাউরি গ্রাম থেকে ভারতীয় চোরাই সন্দেহে ১১টি মহিষ আটক করে লাতু ক্যাম্পের বিজিবি সদস্যরা। এসময় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে বিজিবি আটক মহিষগুলো ছেড়ে দেয়। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।

বিজিবির দাবি, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কয়েকটি চোরাই মহিষ আটক করা হয়। তবে এলাকাবাসী মহিষগুলো গৃহপালিত বলে দাবি করে বিজিবির কাছ থেকে ছাড়িয়ে নেন।

অন্যদিকে স্থানীয় লোকজনদের দাবি, মহিষগুলো ইটাউরি গ্রামের কৃষক সৈয়দ বিলাল আহমদ ও খালেদ আহমদের গৃহপালিত। বিজিবি চোরাই সন্দেহে মহিষগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করলে তারা বাধা দেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের ইটাউরি গ্রামে অভিযান চালায় বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) আওতাধীন লাতু ক্যাম্পের বিজিবি সদস্যরা। এসময় ইটাউরি গ্রামের কৃষক সৈয়দ বিলাল আহমদের ৪টি ও খালেদ আহমদের ৭টি মহিষ আটক করে বিজিবি। পরে বিজিবি মহিষগুলো আটক করে নিয়ে যাওয়ার সময় মহিষ মালিক ও গ্রামের কয়েকশ লোকজন জড়ো হয়ে তাদের বাধা দেন। তাদের বাধার মুখে বিজিবি মহিষগুলো ছেড়ে দেয়।

এলাকার লোকজন জানান, মহিষগুলো ইটাউরি গ্রামের কৃষক সৈয়দ বিলাল আহমদ ও খালেদ আহমদের গৃহপালিত। তারা দীর্ঘদিন ধরে মহিষগুলো লালন-পালন করছেন। কিন্তু কোনো ধরনের প্রমাণ ছাড়াই বিজিবি মহিষগুলো চোরাই বলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে এলাকার লোকজন জড়ো হয়ে মহিষগুলো ছাড়িয়ে নেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সাজু আহমদ মুঠোফোনে শুক্রবার দুপুরে বলেন, বিজিবি অভিযান চালিয়ে এলাকার দুই ব্যক্তির কয়েকটি মহিষ আটক করে। মহিষগুলো গৃহপালিত হওয়ায় এলাকাবাসী বাধা দেন। এতে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিজিবি মহিষগুলো আর নিতে পারেনি। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি।

বিজিবির লাতু ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ভবেশ চন্দ্র রাহুত বলেন, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ইটাউরি গ্রামে অভিযান চালিয়ে কয়েকটি মহিষ আটক করা হয়। এসময় মহিষগুলো গৃহপালিত দাবি করে এলাকাবাসী ছাড়িয়ে নেন। তবে এবিষয়ে সন্ধ্যায় স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার আমাদের কাছে লিখিত দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জনানো হয়েছে।

এদিকে বিজিবি জানিয়েছে, বড়লেখা উপজেলার সীমান্তবর্তী বড়াইল এলাকা থেকে ১০টি ভারতীয় মহিষ আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে সীমান্ত থেকে প্রায় ২০০ গজ অভ্যন্তরে লাতু বিজিবির একটি টহলদল মহিষগুলো আটক করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।