নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করা দুই ব্যক্তিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী বড়াইল গ্রামে মানবপাচারকারী হোসেন আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় হোসেন আলী পালিয়ে যান।
আটক ব্যক্তিরা হলেন-কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার চরিয়াকনা গ্রামের শংকর সূত্রধরের ছেলে টিটু সূত্রধর ও হরিধন সূত্রধরের ছেলে পিন্টু সূত্রধর। পলাতক হোসেন আলী উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল গ্রামের বেল্লাল হোসেনের ছেলে।
এব্যাপারে বৃহস্পতিবার রাতেই বিজিবি লাতু বিওপির নায়েক মো. আলমগীর হোসেন পলাতক মানবপাচারকারী হোসেন আলীসহ তিন জনের বিরুদ্ধে অবৈধ সীমান্ত অতিক্রম ও অভিবাসী আইনে থানায় মামলা করেছেন।
বিজিবি জানায়, উপজেলার বড়াইল সীমান্ত দিয়ে দুই ব্যক্তি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে হোসেন আলীর বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে লাতু বিওপির নায়েক মো. আলমগীর হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় হোসেন আলী পালিয়ে গেলেও ভারতফেরত দুজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ভারতীয় সীমসহ দুটি মোবাইল ফোন ও ৫০০ রুপির ১৮টি নোটে মোট ৯ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে। মানবপাচারের কাজে ব্যবহৃত হোসেন আলীর রেজিস্ট্রেশনবিহীন একটি গ্লামার মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, বড়াইল গ্রামের হোসেন আলীর বিরুদ্ধে ভারতে মানবপাচারের অভিযোগ রয়েছে। ভারতের দালাল চক্রের সহায়তায় তিনি দীর্ঘদিন ধরে এ কাজ করে আসছেন। বৃহস্পতিবার রাতে তার মাধ্যমে অবৈধভাবে ভারতে যাওয়া দুই ব্যক্তি তার মাধ্যমেই একই সীমান্ত দিয়ে পূণরায় অবৈধভাবে বাংলাদেশে ফিরে তার বাড়িতে অবস্থান করছিল। এসময় অভিযান চালিয়ে বিজিবি দুইটি ভারতীয় সীমসহ মোবাইল ফোন ও ভারতীয় রুপিসহ তাদের আটক করেছে। এছাড়া মানবপাচার কাজে হোসেন আলীর ব্যবহৃত রেজিষ্ট্রেশন বিহীন একটি মোটরসাইকেলও জব্দ করে বিজিবি। এব্যাপারে বিজিবি থানায় মামলা করেছে।
বড়লেখা থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তার দুজনকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক হোসেন আলীকে ধরতে অভিযান চলছে।