নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশইন অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্ত এলাকা দিয়ে আরও ৪৮ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। পরে বিজিবি তাদের পাল্লাথল পুঞ্জি এলাকা থেকে আটক করেছে। তাদের মধ্যে ১৫ জন পুরুষ, ১৫ জন নারী ও ১৮ শিশু রয়েছে। প্রাথমিক পরিচয় যাচাই-বাছাই শেষে সবাইকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।
থানা পুলিশ, বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নারী ও শিশুসহ ৪৮ জন বাংলাদেশে ঠেলে পাঠায়। ওইদিন সকাল সাড়ে পাঁচটার দিকে বড়লেখা উপজেলার পাল্লাথল পুঞ্জি এলাকায় তারা উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিল। এসময় বিজিবির পাল্লাথল বিওপির সদস্যরা তাদেরকে দেখে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা বাংলাদেশের নাগরিক বলে বিজিবি নিশ্চিত হয়। পরে যাচাই-বাছাই শেষে দুপুরে তাদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃতদের মধ্যে যশোর, বাগেরহাট, চাপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রামের বাসিন্দা রয়েছেন বলে বিজিবি নিশ্চিত করেছে।
আটককৃতরা জানায়, তারা কেউ চিকিৎসার জন্য, কেউ কাজের উদ্দেশ্যে কুড়িগ্রাম ও যশোর জেলার বিভিন্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি সে দেশের পুলিশ তাদের আটক বিএসএফের কাছে হস্তান্তর করে। বৃহস্পতিবার ভেরে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়।
বিজিবি ৫২-ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল হক চৌধুরী জানান, সকালে পাল্লাথল পুঞ্জি নামক স্থান থেকে নারী-শিশুসহ ৪৮ জনকে আটক করা হয়েছে। পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের সবাইকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।
বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা বৃহস্পতিবার বিকেলে বলেন, বিজিবি সীমান্ত এলাকা থেকে নারী-শিশুসহ ৪৮ জনকে আটক করে থানায় সোপর্দ করেছে। আমরা তাদের স্বজনদের খবর পাঠিয়েছি। স্বজনরা এলে বিধি অনুযায়ী তাদের হস্তান্তার করা হবে।