নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ ডিবি পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা মাসুম আহমদকে গ্রেপ্তার করেছে। রোববার মৌলভীবাজার জেলগেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সে উপজেলার জফরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। গত বছরের ২৫ আগস্ট থানায় দায়েরকৃত একটি মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে সোমবার বিকেলে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার জানান, গ্রেপ্তারকৃত আসামি নজরুলকে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।