নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় লন্ডনপ্রবাসী আব্দুর রহমান সিদ্দিকির অর্থায়নে সাম্প্রতিক শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিভিন্ন গ্রামের অর্ধশত পরিবারের মাঝে ডেউটিন বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার দুপুরে দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কাঠালতলী বাজারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন জামায়াতের সভাপতি লুৎফুর রহমান।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামির আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল ইসলাম।
দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পেশাজীবী শাখার সভাপতি অধ্যাপক আব্দুল মোহাইমিন, সুজানগর আইডিয়ার মাদ্রাসার সুপার মুফতি জিয়াউল হক, উপজেলা যুবকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ শিমুল, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন ইউনিয়নের সভাপতি আব্দুল আহাদ রুহুল, ইউপি সদস্য ফজল মাহমুদ পলাশ, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন জামায়াতের ইসলামির ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. সাইদুল ইসলাম ও সেক্রেটারি কামারুজ্জামান মুক্তা, ইউনিয়ন যুবকল্যাণ পরিষদের সভাপতি সাইফুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামির সভাপতি জাবের আহমদ বাদশা প্রমুখ।