নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা কোয়াবের আয়োজনে খেলোয়াড়দের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজারে অনুষ্ঠিত কোয়াব কাপ-২০২৫ এর ফাইনালে রানার্সআপ হওয়ায় বড়লেখা উপজেলা কোয়াব দলের খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়।
বুধবার (১২ মার্চ) স্থানীয় ইয়াম্মী প্যারাডাইজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোয়াব বড়লেখা উপজেলা শাখার সভাপতি মো. ফরহাদ হোসেন।
কোয়াব বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক রেজাউল ইসলাম মিন্টু।
বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক ও শিক্ষক লুৎফুর রহমান চুন্নু ও শিক্ষক ছয়ফুল হক, ক্রীড়া সংগঠক সাজু চৌধুরী।
অন্যদের মধ্যে বক্তব্য দেন কোয়াব বড়লেখা উপজেলা শাখার সহসভাপতি আলমগীর আলম, সহসাধারণ সম্পাদক শেনাজ আহমদ ও সদস্য ইকবাল হোসেন, উপজেলা দলের খেলোয়াড় রেদোয়ান হোসেন প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কোয়াব বড়লেখা উপজেলা শাখার সহ সভাপতি শিমুল চৌধুরী।
অনুষ্ঠানে কোয়াব বড়লেখা দলের খেলোয়াড়বৃন্দ ও উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং বিভিন্ন ক্লাবের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।